পাকিস্তানে ‘সামা’ টিভির গাড়িতে হামলা, নিহত ১

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তানের বেসরকারি সামা টিভির সরাসরি খবর প্রচারে ব্যবহার করা একটি গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে একজন সহকারী ক্যামেরাপারসন নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় সিন্ধ প্রদেশের রাজধানী করাচির শহরতলি নাজিমাবাদের উত্তরে ডোলেমন মলের কাছে কেডিএ চৌরঙ্গিতে এ ঘটনা ঘটে।

নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করার দাবি করে বিবৃতি দিয়েছে। এতে তারা জানায়, পুলিশের একটি গাড়ির সামনে সামা টিভির গাড়িতে হামলা চালানো হয়েছে।

পুলিশের সহকারী সার্জন ড. রোহিনা হাসান জানান, সামা টিভির সহকারী ক্যামেরাপারসন তাইমুর মাথায় গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে নিকটবর্তী আব্বাসি শহিদ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই এলাকায় একটি পুলিশ ভ্যানে হামলার ঘটনার খবর সরাসরি প্রচার করার জন্য সামা টিভির গাড়িটি সেখানে গিয়েছিল বলে জানিয়েছেন এর সংবাদ বিভাগের প্রধান ফারহান মালিক।

পুলিশের গাড়িতে হামলায় জড়িতরাই সামা টিভির গাড়িতে হামলা করেছে বলে মনে করছে পুলিশ।

সংবাদ মাধ্যমের গাড়িতে হামলার ঘটনাটি কঠোরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সিন্ধ পুলিশের মহাপরিদর্শক এ ডি খাজা। অবিলম্বে এ ঘটনার ব্যাখ্যা দিতে এবং বিস্তারিত তদন্ত করতে পশ্চিমাঞ্চলীয় ডিআইজিকে নির্দেশ দিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধরিয়াদের বিদায়ে বাংলাদেশের পরাজয়ের শংকা
পরবর্তী নিবন্ধবাজেট হবে ৪ লাখ ২০ হাজার কোটি টাকার: অর্থমন্ত্রী