সুনামগঞ্জে জেলেকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

রামসার প্রকল্পভুক্ত সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে মাছ ধরাকালে দু’দল জেলের সংঘর্ষে বয়োবৃদ্ধ এক জেলেকে পিটিয়ে পানিতে ফেলে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। নিহত জেলের নাম মুসাব্বির আলম (৬০)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ছিলানি তাহিরপুর গ্রামের মৃত আরজত আলীর ছেলে।

জানা গেছে, জেলার রামসার প্রকল্পভুক্ত জেলা প্রশাসনের তদারকিতে থাকা টাঙ্গুয়ার হাওরের জলমহালে রোববার রাত ১টার পর দু’গ্রামের দু’দল জেলে মাছ ধরতে যায়। এক পর্যায়ে দু’পক্ষই নৌকার উপর থেকেই লগি বৈঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় প্রতিপক্ষ লগি-বৈঠা দিয়ে পিটিয়ে পানিতে ফেলে দেয় জেলে মুসাব্বির আলমকে। পরে মুসাব্বির হাওরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজিনুর মিয়া সোমবার সকাল ১০টায় ওই জেলেকে পিটিয়ে পানিতে ফেলে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ পুলিশ সুপার মো. হারুনুর অর রশীদের সঙ্গে যোগোযোগ করা হলে তিনি বলেন, এক জেলে নিহত হওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে তাৎক্ষণিক ভাবে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্ন জাগিয়ে ফিরলেন মুশফিক
পরবর্তী নিবন্ধপিএসএলে স্পট ফিক্সিং নিয়ে চিন্তিত মিয়াঁদাদ