স্বপ্ন জাগিয়ে ফিরলেন মুশফিক

পপুলার২৪নিউজ ডেস্ক:
হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে দ্বিগুণেরও বেশি বল খেলে সেঞ্চুরি হাঁকিয়ে অসীম ধৈর্যর পরিচয় দিয়েছিলেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসেও তার কাছে থেকে ধৈর্য প্রত্যাশা করেছিল বাংলাদেশ। কিন্তু তিনি এবার ব্যর্থ হলেন। রবিচন্দ্রন অশ্বিনকে অযথা তুলে মারতে গিয়ে রবিন্দ্র জাদেজার তালুবন্দি হলেন তিনি। ভাঙল রিয়াদের সঙ্গে তার ৫৬ রানের জুটি।

এর আগে দিনের শুরুতেই ফিরে যান বিশ্বেসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের চতুর্থ উইকেটের পতন ঘটে রবিন্দ্র জাদেজার ঘূর্ণিতে। জাদেজার বলে চেতেশ্বর পুজারার হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন সাকিব (২২)।

ভারত ৪ উইকেটে ১৫৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণার পর বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৪৫৯ রান। জবাবে ৩ উইকেট হারিয়ে ১০৩ রানে চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ। হায়দরাবাদ টেস্ট বাঁচাতে হলে আজ পঞ্চম দিনে পুরো ৯০ ওভার ব্যাট করতে হবে বাংলাদেশকে। রান এখানে গুরুত্বপূর্ণ নয়। ম্যাচটি জয়ের চিন্তা না করে ড্র করতে হলে উইকেট আঁকড়ে পড়ে থাকতে হবে। যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করতে হবে। এই জায়গাটি থেকেই ধীরে ধীরে সরে যাচ্ছে বাংলাদেশ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৫ উইকেট হারিয়ে ১৬২।

পূর্ববর্তী নিবন্ধশিমুল হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে মেয়র মিরু
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জে জেলেকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা