লক্ষ্মীপুরে বিনামূল্যে ৬ শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে এসএমকে হসপিটাল নামের একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ৬ শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। এসময় ৭০জন রোগীর চোখের ছানী অপারেশন করা হয়।
রোববার সকাল ১১টার দিকে এ বিনামুল্যের চক্ষু চিকিৎসা ও চক্ষু অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেন ওই হাসপাতালের চেয়ারম্যান এবং নৌ পরিবহন মন্ত্রনালয়ের চীফ ইঞ্জিনিয়ার একেএম ফখরুল ইসলাম পেয়ারু। এ ক্যাম্পের সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ।
এউপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবায়দুল হক পাটোয়ারী, স্বেচ্চাসেবী সংগঠন ফ্রেন্ডশীপের প্রতিনিধি মো. সালাহ উদ্দিন, চক্ষু বিশেষজ্ঞ ডা. মইনুল হোসেন ও হাসপাতালের ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম আসিফ প্রমূখ।
আয়োজকরা জানিয়েছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে বিনামূল্যে ৬ শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। এসময় ৭০জন রোগীর চোখের ছানী অপারেশন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের লক্ষ্য ৪৫৯
পরবর্তী নিবন্ধতারেক সাঈদের আরও একটি আপিল গ্রহণ