বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারপিট

পপুলার২৪নিউজ,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসককে মারপিট করার অভিযোগে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেয় ডাক্তারেরা। রবিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: কামরুল হাসান জানান, সকাল সাড়ে নয়টার দিকে একই উপজেলা কোনাবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে হাসান বাইক এক্সিডেন্ট করে। এ সময় তিনি পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। কর্তব্যরত চিকিৎসক ডা: সাখাওয়াত হোসেন তাকে দেখে সিরাজগঞ্জে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু রোগীর লোকজন স্থানান্তরের কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠে বাকবিতণ্ডা ও চিকিৎসককে মারধর করে। পরে হাসপাতালের অন্যান্যরা তাকে উদ্ধার করে অন্যরুমে নিয়ে যায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ করে দেয়।
এ ব্যাপারে জেলার সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে বিষয়টি সুরাহার জন্য আলোচনা চলছে। তবে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন কর্তব্যরত ডাক্তারের।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্কে এনবিআর চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধসাকিবের ঘূর্ণিতে ফিরলেন কোহলি