পপুলার২৪নিউজ ডেস্ক:
সাংবাদিক সেলিম কামাল সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখলেন, ‘পঞ্চাশোর্ধ বয়সী শাকিল মিয়া একজন প্রতিবন্ধী। তার চাহিদা খুব বেশী নয়, মাত্র একটি হুইল চেয়ার। তার চাহিদা কি পূরণ হবে?’ সে চাহিদা পুরণ হতে বেশি দেরি হয়নি। কেননা এ দেশে কম আয়তনের হৃদয়ওয়ালা মানুষ থাকলেও বড় হৃদয়ওয়ালা মানুষও রয়েছে। তাদেরই একজন রুমানা ইসলাম মুক্তি। তিনি গুণী অভিনেত্রী আনোয়ারার মেয়ে।
সেলিম কামালের পোস্টের সূত্র ধরে একই গণোমাধ্যমের আরেকজন কর্মী তুষার আদিত্য বিষয়টি জোরালোভাবে নজর আনেন তাঁর সোশ্যাল মিডিয়া কমিউনিটির। খুব দ্রুত সাড়া দেন অভিনেত্রী মুক্তি। শুধু তাই নয় হুইল চেয়ার দেয়াওয়ার পাশাপাশি শাকিল মিয়ার হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন তিনি।
তুষার নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আমাকে নিয়ে হুইল চেয়ার কিনে মিরপুর ২ নাম্বার গিয়ে নিজ হাতে শাকিল মিয়াকে হুইল চেয়ারে বসায় মুক্তি। তখন সেখানে সাংবাদিক সেলিম কামালও উপস্থিত ছিলেন। শাকিল মিয়ার আনন্দ অশ্রুতে উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন অনুভূতির তৈরি হয়। মুক্তি শুধু হুইল চেয়ার প্রদানের প্রতিশ্রুতি দিলেও শাকিল মিয়ার অসহায়ত্ব দেখে তাকে নগদ ১০ হাজার টাকা অনুদানও প্রদান করেন।
পরে কামাল ফের লেখেন, ‘পাওয়ার আনন্দে কাঁদলেন সেই প্রতিবন্ধী শাকিল মিয়া। আর হুইল চেয়ারটি দিতে পেরে আনন্দিত অভিনেত্রী মুক্তি। ‘