আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশের নারীরা। স্কটিশদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
শুক্রবার কলোম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড।
সালমা খাতুন ও খাদিজা তুল কুবরার বোলিং নৈপুণ্যে ৪৯ দশমিক ১ ওভারে ১৪০ রানে অলআউট হয় স্কটল্যান্ড। কারি অ্যান্ডারসন সর্বোচ্চ ২৮ রান করেন।
বাংলাদেশের পক্ষে স্পিনার সালমা খাতুন ১০ ওভারে ২১ রানে ৩টি, খাদিজা তুল কুবরা ১০ ওভারে ৩১ রানে ৩টি উইকেট নেন। এ ছাড়া রুমানা ২টি এবং জাহানারা ও পান্না নেন একটি করে উইকেট।
১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফারজানা এবং রুমানার ব্যাটে ভর করে ৩৭ দশমিক ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৩ রান করে বাংলাদেশ।
ফারজানা ৫৩ এবং রুমানা ৩৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।
পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল।
আজ স্কটল্যান্ডকে হারিয়ে আবার জয়ে ফিরল। শনিবার গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে লাল-সবুজের জার্সধারীরা।