পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক বিরাট কোহলি মাঠে নামলেই রেকর্ড যেন তার পিছু নেয়। এই ব্যাটিং দানব হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিনে সাবেক ভারতীয় মারকুটে ওপেনার বীরেন্দ্র শেবাগের রেকর্ড ভেঙে দিলেন। ঘরের মাঠে এক সিজনে সর্বাধিক রানের রেকর্ড এখন কোহলির দখলে। এটি মোটেও ভারতের ঘরোয়া রেকর্ড নয়; রীতিমতো আন্তর্জাতিক রেকর্ড।
এই রেকর্ডের তালিকায় আছেন সুনিল গাভাস্কার, গ্রাহম গুচ, রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিরা। টেস্টের প্রথম দিনই কোহলি সুনীল গাভাস্কার এবং গ্রাহাম গুচকে পেছনে ফেলেন। প্রথম দিন শেষে তার সংগ্রহে ছিল ১০৭৫ রান। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই তিনি শেবাগকে পেছনে ফেলেন। শেবাগের রান ছিল ১১০৫। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোহলি ১৯১ রানে ব্যাট করছেন।
ঘরের মাঠে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এক সিজনে সর্বাধিক রানের মালিক এখন কোহলি। তৃতীয় স্থানে ১০৫৮ রান নিয়ে আছেন গ্রাহাম গুচ। চতুর্থ স্থানে ১০২৭ রান নিয়ে আছেন সুনীল গাভাস্কার। ৯৬৬ রান নিয়ে চতুর্থ স্থানে দিলিপ ভেঙ্গসরকার এবং পঞ্চম স্থানে রিকি পন্টিং আছেন ৯৬৫ রান নিয়ে।