উত্থান দিয়ে সপ্তাহ পার করল শেয়ারবাজার

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বশেষ ৪ কার্যদিবসে ১৯৪ পয়েন্ট বেড়েছে। একইসঙ্গে ৬৭৮ কোটি টাকার আর্থিক লেনদেন ৯’শত কোটির ঘরে চলে এসেছে।

বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৫৫১৭ পয়েন্টে। যা বুধবার ৯৬ পয়েন্ট, মঙ্গলবার ২৯ পয়েন্ট ও সোমবার ৪০ পয়েন্ট বেড়েছিল। এ হিসাবে ৪ কার্যদিবসে ১৯৪ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে ৯০৫ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন হয়েছিল ৮৯৮ কোটি ৭৫ লাখ টাকার। আর চার কার্যদিবস আগে হয়েছিল ৬৭৭ কোটি ৯৭ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে ১৭৮টি বা ৫৪.২৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১১৮টি বা ৩৫.৯৮ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি বা ৯.৭৬ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এদিন কোম্পানির ৪৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা আইডিএলসির ৩৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক।

লেনদেনে এরপর রয়েছে- আল-আরাফা ইসলামি ব্যাংক, আরএসআরএম স্টিল, ইফাদ অটোস, আরএকে সিরামিকস, প্যাসিফিক ডেনিমস, বেক্সিমকো ও এসিআই ফরমুলেশন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৩৪০ পয়েন্টে। বাজারটিতে ৫৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫০টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তীত রয়েছে ৩৩টির।

পূর্ববর্তী নিবন্ধযমজ কন্যাশিশু দত্তক নিলেন ম্যাডোনা
পরবর্তী নিবন্ধকারাগারে সাবেক রাজউক চেয়ারম্যান ইকবালউদ্দিন ও রাসেল