পুজারাকে ফেরালেন মিরাজ

পপুলার২৪নিউজ ডেস্ক:
এই আউট আরও আগেই হতে পারত এই মেহেদী হাসান মিরাজের বলে। কিন্তু দুর্ভাগ্য তার! চেতেশ্বর পুজারা মুরালি বিজয়ের সঙ্গে ১৭৮ রানের পার্টনারশিপ গড়ে অবশেষে মুশফিকুর রহিমের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হলেন। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া হায়দরাবাদ টেস্টে টসে জিতে ব্যাটিং নেয় ভারত।

ম্যাচের প্রথম ওভারেই লোকেশ রাহুলকে (২) বোল্ড করেন তাসকিন আহমেদ। কিন্তু এরপর চলে মিস ফিল্ডিং আর ক্যাচ মিসের মহড়া। মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় ওভারে দুইবার স্লিপে ক্যাচ ধরার চেষ্টায় হাতও লাগাতে পারেননি সাকিব আল হাসান। চেতেশ্বর পুজারার ক্যাচ একটু দূর দিয়ে গেলেও মুরালি বিজয়ের ক্যাচ হাতের কাছেই পেয়েছিলেন সাকিব।

সবচেয়ে দৃষ্টিকটু লেগেছে মুরালি বিজয়ের রান আউট থেকে বেঁচে যাওয়ার অবিশ্বাস্য দৃশ্যটি। মুরালি বিজয় তখনো উইকেট থেকে অনেক দূরে। কামরুল ইসলাম রাব্বির থ্রো স্টাম্পের সামনে থেকে ধরতে পারেননি মেহেদী হাসান মিরাজ। এমন একটি সুযোগ মিস করা সত্যিই অবিশ্বাস্য। মুরালি নিজেও বিশ্বাস করতে পারেননি। তাই বেঁচে যাওয়ার পর সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানান তিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৯৩। ব্যাট হাতে নেমেছেন অধিনায়ক বিরাট কোহলি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি
পরবর্তী নিবন্ধফরিদপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ছেলের, বাবা আহত