পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় খাদ্যে বিষক্রিয়ায় ৩ শিশুসহ একই পরিবারের ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থীও রয়েছে।
বুধবার, ০৮ ফেব্রুয়ারি রাতে বিষক্রিয়ায় আক্রান্তদের ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়।
আক্রান্তরা হলেন, ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের উত্তর আকাশকুড়ি গ্রামের মৃত মোজাফফর হোসেনের পুত্র আব্দুস সাত্তার (৬৫), আব্দুস সাত্তারের কন্যা ৯ম শ্রেণির ছাত্রী ছবি আক্তার (১৫), পুত্র এসএসসি পরীক্ষার্থী নুর আলম সিদ্দিকুর রহমান (১৬), গোলাম রাব্বানী (২০), আব্দুল হাই (২২), ফরিদুল ইসলাম (২৫), আব্দুর রশিদের শিশুপুত্র ফাহিম (৩), আব্দুল সাদিক (৫), কন্যা রুমা আক্তার (২৬), আজাদের স্ত্রী মিনা আক্তার (২৩), আব্দুল হাই-এর শিশুপুত্র জিহাদ (৩), স্ত্রী জবেদা বেগম (২৫)।
আব্দুল হাইয়ের স্ত্রী জবেদা বেগম জানান, আগের দিন রান্না করা নাপা শাক দিয়ে পরিবারের সবাই ভাত খেয়েছিলেন। সন্ধ্যার দিকে সবাই একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন।
ডিমলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার রায় বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে আকস্মিক উদরাময় দেখা দিয়েছে। সবাই বর্তমানে সুস্থ হওয়ার পথে।