ইসরাইলী বর্বরতা থেকে ফিলিস্তিনী মুরগিও রেহাই পায়নি

পপুলার২৪নিউজ ডেস্ক:
কয়েক দশক ধরে ফিলিস্তিনীদের হত্যাযজ্ঞ চালিয়ে আসা ইহুদিবাদী ইসরাইলী বর্বরতা কল্পনাকেও হার মানিয়েছে।

এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়ে কয়েক হাজার ফিলিস্তিনী মুরগি মেরে ফেলেছে ইসরাইলী সামরিক বাহিনী।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক ফিলিস্তিনীর একটি মুরগির খামারে সোমবার এ ঘটনা ঘটে। খবর মিডলইস্ট মনিটরের।

খামারটির মালিক খালিদ আল হায়া বিমান হামলার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন।

তিনি বলেন, মুরগির খামারকে টার্গেট করায় তিনি হতভম্ব হয়ে পড়েছেন। এমনটি কখনো ঘটেনি, এমনকি গাজা যুদ্ধের সময়েও এই মুরগি খামার আক্রান্ত হয়নি।

জানা গেছে, খামারটিকে লক্ষ্য করে এফ-১৬ বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় সেখানে সাত মিটার গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে খামারটির ৮০ ভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক হাজার মুরগি মারা গেছে।

খালিদ জানান, এই খামারটির আয় দিয়ে চারটি পরিবারের জীবন চলত। বিমান হামলার কারণে তাদের আনুমানিক ৬০-৭০ হাজার ডলার ক্ষতি হয়েছে।

বিমান হামলার পর খামারটির কর্মীরা আক্রান্ত মুরগিগুলোকে যতদূর সম্ভব বাঁচানোর চেষ্টা করেছেন। কিন্তু খামারটির ছাদ ভেঙে পড়ায় অনেক মুরগি মারা যায়।

গাজার যে এলাকায় খামারটি অবস্থিত তার পাশের কৃষিজমি এবং খালি জায়গা দখল করতে সেখানে ইসরাইল এ পর্যন্ত ১৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএবারের মেলায় ৫৬ শতাংশ বেশি পণ্য বিক্রি করেছে ওয়ালটন
পরবর্তী নিবন্ধবাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ