পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুর থানার নাশকতার একটি মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
এর আগে এই আদালতের বিচারক পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নেন। অভিযোগপত্র আমলে নিয়ে বিচারক পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালতের সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, মামলার উল্লেখযোগ্য অন্য আসামি হলেন সাইফুল ইসলাম নিরব।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় অজ্ঞাত আসামিরা গাড়ি ভাঙচুর ও বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় মোহম্মদপুর থানায় পুলিশ বাদী হয়ে নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করে। পরে গত বছর মোহাম্মদপুর পুলিশ মামলাটি তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।