দুই মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। কারখানার ত্রুটি মেরামত শেষ হওয়ার পর বুধবার, ৮ ফেব্রুয়ারি সকালে ফের সার উৎপাদন শুরু হয়।
কারখানার উৎপাদন প্রায় ৫৪ দিন বন্ধ থাকায় প্রতিদিন ১২শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়। যার দাম প্রায় এক কোটি ৬৮ লাখ টাকা। কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকি জানান, গত বছরের ১৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেল কম্প্রেসারের ত্রুটির কারণে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি মেরামত ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে প্রায় ৫৪ দিন পর কারখানা সচল করতে সক্ষম হন।
তিনি আরো জানান, ত্রুটির কারণে ইউরিয়া উৎপাদন ব্যাহত হলেও কারখানায় পর্যাপ্ত পরিমাণ সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত সাত জেলায় সার সংকটের কোনো সম্ভাবনা নেই।

পূর্ববর্তী নিবন্ধনতুন ইসি গঠনে জনমতেরই প্রতিফলন ঘটেছে: কাদের
পরবর্তী নিবন্ধএকটি শরবতে কমিয়ে ফেলুন ৫ কেজি ওজন!