পিরোজপুরে শিক্ষক নির্যাতনে মামলা, গ্রেপ্তার ২

পিরোজপুর প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মৈশানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র সরকারকে (৩০) আটকে রেখে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন উপজেলার সাগরকান্দা গ্রামের মাইনুল ইসলাম (১৮) ও একই গ্রামের সিতুল তালুকদার (২০)।

আজ বুধবার সকালে নেছারাবাদ থানার উপপরিদর্শক (এসআই) বাদল কৃষ্ণ বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ আটজনের বিরুদ্ধে মামলাটি করেন। মৈশানী গ্রামের নয়ন গাজীকে মামলায় প্রধান আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর বিধান চন্দ্র সরকার মৈশানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে বসবাস করেন। শুক্রবার বিকেলে বিধান চন্দ্র সরকারকে স্থানীয় নয়ন গাজীর নেতৃত্বে সাত-আটজন যুবক এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ এনে মারধর করেন। এরপর তাঁকে গ্রামের একটি মন্দিরে নিয়ে আটকে রাখেন। রাতে তাঁকে কয়েক দফায় মারধর করা হয়। পরদিন শনিবার দুপুরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ কয়েকজন শিক্ষক বিধানকে উদ্ধার করেন। এরপর বিধান বরিশালের একটি হাসপাতালে চিকিৎসা নেন। বিধান চন্দ্র সরকারের বাড়ি সাতক্ষীরায়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বলেন, মারধরের ঘটনায় ওই শিক্ষক কোনো লিখিত অভিযোগ না করায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় আজ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধভ্যাট আইন বাস্তবায়নে এবার ফাইনাল খেলা: এনবিআর চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধসাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে তলব