গাজীপুর প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুর পর স্বজনরা হাসপাতালে ভাংচুর করেছে; এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া চিকিৎসকরা মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন।
রোগীর আত্মীয় কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া গ্রামের আক্তার মোল্লা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কোনো চিকিৎসা না দিয়ে ঢাকা নিতে বলা হয়।
কিন্তু হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স ছিল না। আমরা বারবার চিকিৎসা দিতে বললেও ডাক্তাররা কোনো চিকিৎসা দেয়নি। পরে রোগী মারা গেলে স্বজনরা ক্ষিপ্ত হয়ে ভাংচুর করে।
চিকিৎসকদের অবহেলার কারণে বাবুল মিয়া (৪৫) নামে তাদের ওই আত্মীয় মারা যান বলে তার অভিযোগ।
বাবুল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কলিঙ্গা গ্রামের আব্দুল আহাদের ছেলে। গাজীপুরের কালীগঞ্জের তুমুলিয়া গ্রামের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অরূপ কুমার দাস বলেন, বাবুলকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পাঁচ মিনিটের মধ্যে অবস্থা বেগতিক দেখে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।এ সময় সরকারি অ্যাম্বুলেন্সটি হাসপাতালে ছিল না। রোগীর স্বজনরা অন্যত্র অ্যাম্বুলেন্স আনতে গেলে বাবুল মারা যান। রোগীর লোকজন উত্তেজিত হয়ে কম্পিউটার, টেবিল-চেয়ার ও চিকিৎসা সরঞ্জামাদি ভাংচুর ও তছনছ করে।
এছাড়া জরুরি বিভাগের চিকিৎসক মীর মো. মহিউদ্দিন, ইনডোর চিকিৎসক আশীষ কুমার বণিক ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আব্দুল মোতালিবকে মারধর করা হয় বলে অভিযোগ করেন চিকিৎসক অরূপ কুমার।
তিনি বলেন, এ ঘটনার দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে জরুরি বিভাগের চিকিৎসা কর্যক্রম সাময়িক বন্ধ করার পাশাপাশি বুধবার থেকে আউটডোরে চিকিৎসাসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।
কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তুমুলিয়া গ্রামের আক্তার মোল্লাকে গ্রেপ্তার করেছে।