পপুলার২৪নিউজ ডেস্ক:
সাত দেশের ওপর নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা মুসলিমদের প্রতি বৈষম্যমূলক কি না, জানতে চেয়েছেন দেশটির একটি আপিল আদালত।
সাত মুসলিম দেশের সব শরণার্থী এবং পর্যটকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। গত সপ্তাহে আদালতের রায়ে এ নিষেধাজ্ঞা স্থগিত হয়ে যায়।
এই নির্বাহী আদেশের ফলে বিশ্বের ১৫ ভাগ মুসলমান ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি বৈষম্যমূলক হিসেবে বিবেচিত হবে কি না তা জানতে চেয়েছেন আপিল আদালতের বিচারপতি রিচার্ড ক্লিফটন।
এ বিচারপতি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর আপিল আদালতের তিন সদস্যের বেঞ্চের সদস্য, এ বেঞ্চ থেকেই চলতি সপ্তাহের শেষের দিকে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করে দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় দেবেন।
স্থানীয় সময় মঙ্গলবার আদালতে বিচারপতি ও সরকারি অ্যাটর্নিদের মধ্যে এক ঘণ্টা শুনানি অনুষ্ঠিত হয়।
তবে যুক্তরাষ্ট্রের এ নবম সার্কিট আপিল আদালত যে সিদ্ধান্তই জানাক না কেন, ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলার নিষ্পত্তি সুপ্রিম কোর্টেই হবে।