নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানজট

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
আশুলিয়ার শ্রীপুর এলাকায় একটি গাড়ি উল্টে যাওয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের উভয় পাশে ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। মঙ্গলবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজারমিল নামক এলাকায় মঙ্গলবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, সড়ক থেকে উল্টে যাওয়া কন্টেইনারটি সরানোর চেষ্টা চালানো হচ্ছে। দ্রুত সড়কটি দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি। এদিকে, আশুলিয়া থানা পুলিশ রেকার দিয়ে সড়কের উপর থেকে উল্টে যাওয়া কন্টেইনার ট্রাকটি সরানোর চেষ্টা চালাচ্ছে। তবে বাহনটি অতিরিক্ত ওজনের হওয়ায় একটি রেকার দিয়ে সরানো যাচ্ছে না বলে জানিয়েছে রেকার চালক আব্দুল বারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রীপুর সানসিটির মাঠ থেকে একটি ক্রেনবাহী গাড়ি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথে মহাসড়কের শ্রীপুর এলাকায় এলে একটি ট্রাককে ওভার টেক করতে গিয়ে গাড়িটি রাস্তার ওপর উল্টে যায়। এতে শ্রীপুর থেকে কবিরপুর পর্যন্ত দীর্ঘ ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে এসএসসি পরীক্ষার্থীসহ হাজার হাজার যাত্রী।

পূর্ববর্তী নিবন্ধউল্লাপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধহবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত