পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসানের মেয়াদ শেষ হচ্ছে এ বছরের অক্টোবরে। এরপরই বিসিবির নির্বাচন। তবে আগামী নির্বাচনে তিনি আর লড়াই নাও করতে পারেন। এমনটাই ইঙ্গিত দিয়েছেন ২০১৩ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম নির্বাচিত সভাপতি।
নিজ কর্মস্থল বেক্সিমকো অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘সবাই জানেন আমি তিনটা জিনিসের সঙ্গে জড়িয়ে। এতে আমার বেশ সমস্যা হচ্ছে। প্রথমত আমি একজন চাকরিজীবী। তার চেয়েও বড় কথা, আমি একজন সংসদ সদস্য। এলাকায় কাজ করা ও সংসদে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। দেশের জন্য কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। ফলে সভাপতি হিসেবে ক্রিকেটের জন্য সময় দেয়া আমার পক্ষে প্রায় অসম্ভব। কারণ আমি একদমই সময় পাই না।’
তিনি বলেন, ‘আমি আইসিসি সভা শেষ করে সবে ফিরেছি। এখন যেতে হবে হায়দরাবাদে। ওখান থেকে দেশে ফিরে ১৫ তারিখের মধ্যে চাকরির সুবাদে আবার যেতে হবে আরেক দেশে। এতে হয়তো মানসিক সমস্যা হয় না, তবে শারীরিকভাবে সমস্যা হচ্ছে। আমাকে অনেক বেশি ভ্রমণ করতে হচ্ছে।’
তিনি বলেন, ‘ক্রিকেটেই আমি বেশিরভাগ সময় দিয়ে ফেলছি। এ নিয়ে আমার পরিবার থেকে বলা হচ্ছে, তিনটি জিনিস তো তুমি একসঙ্গে চালাতে পারবে না!’
তিনি বলেন, ‘তিনটি জিনিসের কোনো একটি আমাকে ছাড়তেই হবে। তবে কোনটা ছাড়ব সেটা এখনই বলছি না।’
তার মেয়াদে ভারত সফরে টেস্ট খেলতে যেতে পারাই অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছেন নাজমুল হাসান।