পপুলার২৪নিউজ ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৮ উইকেটে ৪৬১ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত ‘এ’ দল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যে বোলারদের নিয়ে ভারত বধের কথা ভাবছেন তাদের বেধড়ক পিটিয়ে প্রস্তুতি ম্যাচে ২৩৭ রানের লিড নিয়েছে ভারতীয় ‘এ’ দল।
দুই উইকেটে ২৪৩ রান করে ১৯ রানে এগিয়ে বিরতিতে গিয়েছিলেন প্রিয়াঙ্ক কিরিত পাঞ্চাল ও ইশাঙ্ক জাগ্গি। তবে লাঞ্চ বিরতির পরেই স্বরূপে ফিরেন টাইগার বোলাররা।
লাঞ্চ বিরতি পর্যন্ত পাঞ্চাল ১০৩ এবং জাগ্গি ১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন। এরপর আর নামেননি পাঞ্চাল।
আর এই সুবাদেই যেন জ্বলে ওঠেন টাইগার বোলাররা। ৫১ ওভারে ভারতীয় ‘এ’ দলের দুই উইকেটের পতন। এদের একজনকে আউট করেন শুভাশিস রায়। অপরজন রিটায়ার্ড আউট।
এই পরিসংখ্যান ৬১ ওভার শেষে এসে দাঁড়ায় ৭ উইকেটের বিনিময়ে ২৮৭ রান। লাঞ্চের পর প্রথম আঘাত আনেন আগের দিনের স্ট্রাইক বোলার শুভাশিস। ১৯ রান করা রিসাভ প্যান্টকে ফেরান তিনি।
এরপর আবার শুভাশিসের আঘাত। ২৩ রান করে ফেরেন জাগ্গি।
১১ রান করা ইশান কিশানকে ফেরান তাইজুল ইসলাম। পরে আবার হার্দিক পান্ডেকেও ফেরান সেই তাইজুল। এরপর নিতিন সাইনিকে ৬৬ রানে ফেরান তাইজুল ইসলাম।
বিজয় শংকর ১০৩ এবং জয়ন্ত যাদব ৬ রানে অপরাজিত থাকেন।