বোলারদের হতাশাজনক পারফরম্যান্স

পপুলার২৪নিউজ ডেস্ক:
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যে বোলারদের নিয়ে ভারত বধের কথা ভাবছেন তাদের বেধড়ক পিটিয়ে প্রস্তুতি ম্যাচে লিড নিয়েছে ভারতীয় ‘এ’ দল। দুই উইকেটে ২৪৩ রান করে ১৯ রানে এগিয়ে বিরতিতে গিয়েছেন প্রিয়াঙ্ক কিরিত পাঞ্চাল ও ইশাঙ্ক জাগ্গি।

এরআগে রোববার শেষ বিকালে ১৬ রান করা অভিনব মুকুন্দকে ফিরিয়ে সোমবারের সকালটা নিজেদের করে নেয়ার আশা দেখিয়েছিলেন শুভাশিস রায়।

তবে প্রিয়াঙ্ক কিরিত পাঞ্চাল ও শ্রেয়াশ লিয়ার ১৫৯ রানের দারুণ জুটি গড়ে টাইগার বোলারদের আশায় গুড়ে বালি ঢেলে দেন।

খুব সহজে শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের খেলে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন শ্রেয়াশ। সঙ্গী পাঞ্চালও তুলে নেন নিজের সেঞ্চুরি। সেঞ্চুরির পর বিশ্রামের জন্য মাঠ ছেড়ে জাগ্গিকে খেলার সুযোগ করে দেন শ্রেয়াশ।

শফিউল, তাসকিন যথাক্রমে ১০ ও ৯ ওভার করে বল করে রান দিয়েছেন ৫০ ও ৪৯। ১১ ওভারে মিরাজের খরচ ৬৬ রান। তাইজুল ১১ ওভারে দিয়েছেন ৪৫। আর শুভাশিস ১০ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন একমাত্র উইকেটটি।

‘এ’ দলের দুই ব্যাটসম্যানের অনবদ্য পারফরেমেন্সের কাছে অসহায় টাইগার বোলাররা মূল দলের বিরুদ্ধে কেমন করেন সেটাই এখন দেখার বিষয়।

৫১ ওভার শেষে ভারতীয় এ দলের সংগ্রহ ২ উইকেটে ২৪৩ রান। পাঞ্চাল ১০৩ এবং জাগ্গি ১৮ রান নিয়ে অপরাজিত রয়েছেন।

এর আগে রোববার ​৮ উইকেটে ২২৪ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহিম করেন ৫৮, সৌম্য সরকারও (৫২) এবং সাব্বির রহমান ৩৩ করেন।

পূর্ববর্তী নিবন্ধরেসিপি : পুঁই-ডালের মজাদার বড়া
পরবর্তী নিবন্ধসাংবাদিক নাজমুলের আরও দুই মামলায় জামিন