সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছে সার্চ কমিটি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য গঠিত সার্চ কমিটির সদস্যরা সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় তারা বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সারসংক্ষেপ ও তাদের সুপারিশ করা লোকজনের নাম রাষ্ট্রপতির হাতে তুলে দেবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন রোববার বিকেলে গণমাধ্যমকে জানান, সার্চ কমিটির সদস্যরা সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।
গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন। কমিটিকে ৮ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতিকে ইসি গঠনের জন্য সুপারিশ করা লোকজনের নাম দিতে বলা হয়। সময়সীমা পার হওয়ার দু’দিন আগেই বঙ্গভবনে যাচ্ছেন এ কমিটির সদস্য্যরা।

পূর্ববর্তী নিবন্ধআদালতে হেরে সীমান্তে ‘সতর্ক’ ট্রাম্প
পরবর্তী নিবন্ধসিলেটে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা