সালমান শাহ অন্যদেশে জন্মালে লন্ডনের মিউজিয়ামে মোমের মূর্তি থাকতো

পপুলার২৪নিউজ ডেস্ক:
সম্প্রতি তরুণ অভিনেতা আসিফ ইমরোজ প্রয়াত অভিনেতা সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ করে হৃদয়স্পর্শী কিছু কথা লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। সালমান শাহ অন্য দেশে জন্মালে লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে তার মোমের মূর্তি থাকতো বলেও মন্তব্য করেছেন এই তরুণ তুর্কি।

আসিফ লিখেছেন, আজ আমার ভাই আমার আইডল সালমান শাহ্‌ কে নিয়ে কিছু কথা বলি। আজ তিনি একটি অবহেলিত দেশের মেগা সুপার স্টার বলে তাকে নিয়ে আমরা এই কথাটি বলিনা যে মাইকেল জ্যাকসন এর মতো “সুপার ডুপার স্টার অব গ্যালাক্সি” এর রহস্যজনক মৃত্যুতে ও তার একটি ভক্ত ও আত্যহত্যা করলোনা কষ্টে। কিন্তু সালমান শাহ্‌’র মৃত্যু তে কয়েকজন মেয়ে আত্যহত্যা করে।

আসিফ ইমরোজ বলেন, আমার বড় বোনের কান্না আমি দেখেছি। আজ যদি ভাই আমার অন্য কোনও দেশে জন্মাতো, তাহলে তার নাম ইতিহাসের পাতায় থাকতো, লন্ডন এর মাদামত্যুসো জাদুঘরে তার মোমের পুতুল থাকতো। আহ! আফসোস মহানায়ক তুমি এই দেশ এর সম্পদ ছিলে।

পূর্ববর্তী নিবন্ধভোটাধিকার ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করবে স্মার্ট কার্ড-মেনন
পরবর্তী নিবন্ধকেমন আছে সেই শিশুটি ?