নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল হঠাৎ করে ঘোষণা হওয়ায় উপজেলার সর্বত্র শুরু হয়ে গেছে
নির্বাচনী আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন হাট বাজার ও সামাজিক
যোগাযোগ মাধ্যমে নির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা।
আকস্মিক নির্বাচন ঘোষণা হওয়ায় সাধারণ মানুষ ও ভোটাররা বেজায় খুশি হলেও
প্রার্থীরা পড়েছেন বেকায়দায়। বিশেষ করে লন্ডন প্রবাসী প্রার্থীরা স্বল্প সময়ে
তফসিল ঘোষণা করায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন। প্রবাসীরা নির্বাচন ঘোষণার
খবরে তৎপর হয়ে নানা হিসেব নিকেশ কষছেন। অনেক প্রবাসী নির্বাচনে অংশ নিতে
শীঘ্রই দেশে আসবেন বলে জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের
সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসান, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ কাদির, আওয়ামী
লীগ নেতা হারুন রাশীদ, ভাইস চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সাবেক
ছাত্রনেতা জুবায়ের আহমদ ও ফয়সল আম্বিয়া। এছাড়াও মাঠে থেকে নির্বাচনী প্রচারণায়
আলোচনায় রয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি
আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, যুক্তরাজ্য আওয়ামী লীগ
সহ-সভাপতি হরমুজ আলী । এছাড়াও কেন্দ্রেীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য
মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী মিন্টু রঞ্জন
ধর, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান, উপজেলা বিএনপি সাবেক সভাপতি
আক্তার হোসেন, বর্তমান সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, সাধারণ সম্পাদক কবির
আহমদ, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের
চেয়ারম্যান আরশ মিয়ার নাম শোনা যাচ্ছে। ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলা আওয়ামী
লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,আওয়ামী লীগ নেতা শহিদুল
ইসলাম বকুল, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সাবেক
সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাবেক ছাত্রনেতা যুক্তরাষ্ট্র প্রবাসী লিটন
তালুকদার, বিএনপি নেতা সুহেল আহমদ খান টুনু, জমিয়ত নেতা জয়নুল ইসলাম,
সমাজকর্মী শিব্বির আহমদ ওসমানীর নাম আলোচনায় রয়েছে। এসব প্রার্থীদের অধিকাংশই
আকস্মিক নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ায় বেকায়দায় পড়েছেন। নির্বাচন নিয়ে তাদের
প্রস্তুুতি না থাকায় প্রার্থীরা এই সময়ে নির্বাচন ঘোষণায় খুশি হতে পারছেন না।
বুধবার ঘোষিত তফসিল অনুযায়ী ৯ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদেরকে মনোনয়নপত্র
দাখিল করতে হবে। এত স্বল্প সময়ে প্রার্থীদেরা নির্বাচনী প্রস্তুতি ও প্রয়োজনীয়
কাগজপত্র সংগ্রহ করতে হিমশম খাচ্ছেন।
এ প্রসঙ্গে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা
বলেন, ওয়ার্ড থেকে শুরু করে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে বঙ্গবন্ধুর আর্দশের
একজন কর্মী হিসেবে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কাজ করে যাচ্ছি। গত আট বছর ধরে
নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি। এবার দলীয় প্রতীকে প্রথম
নির্বাচনে দলের একজন কর্মী হিসেবে দলের প্রার্থীতার জন্য আবেদন করব।
জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে ৫
বছরের জন্য দায়িত্ব দিয়েছিলেন। আমি আমার নির্ধারিত সময়কালীন দায়িত্ব পালন
করেছি। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করায় পরবর্তী নির্বাচন নিয়ে দলীয়
নেতাকর্মীদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্তে যাব।