বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ

পপুলার২৪নিউজ,ফিরোজ মিযা:

ব্যবসায়ীদের আবেদনে কারনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়ানো হয়েছে চারদিন গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বানিজ্য মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভির লক্ষ করা গেছে।আজ শনিবার শেষ হচ্ছে মানিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দিন এবং মেলা শেষ হওয়ায় মেলা প্রাঙ্গণে জনসমুদ্রে পরিণত হচ্ছে । মেলায় অংশ গ্রহণকারী ব্যবসায়ীরা জানান, আজ (শনিবার) মেল শেষ হচ্ছে আজ। মেলায় দর্শণার্থী-ক্রেতাদের ভিড় চোখে পড়ার মত। এছাড়া সাধারণত ব্যবসায়ীরা শেষ সময়ে তদের পণ্যে নানা ছাড় দিয়ে থাকেন। সে কারণেও গতকল (শুক্রবার) সবচেয়ে বেশি ক্রেতা-দর্শনার্থী আসছে । ছুটির দিনে সকালেই পরিবার-পরিজন নিয়ে বাণিজ্য মেলায় এসেছেন বেসরকারি চাকবিজীবী হাসান এ প্রতিবেককে বলেন, নানা ব্যস্ততার জন্য একদিনও মেলায় আসার সুযোগ হয়নি। একদিকে মেলার সময় বেড়েছে অন্যদিকে আজকে ছুটির দিন তাই শেষ সময়ে কিছু কেনা কাটা করতে মেলা আসা।
তিনি আরও বলেন, যেহেতু মেলা শেষ হতে আর মাত্র একদিন বাকি এবং (শুক্রবার) ছুটির দিন। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ক্রেতা-দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় হবে। সে কারণেই সকাল সকাল মেলার দিকে এসেছি। ব্যবসায়ীরা জানান, মেলায় ক্রেতাদের বেশি আগ্রহ গৃহস্তালি পণ্যে। এছাড়া প্লাস্টিকের তৈরি গৃহস্থালির পাশাপাশি প্রেসার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইস কুকারসহ নানা ধরনের ইলেক্ট্রনিক পণ্যের চাহিদাও রয়েছে। শেষ সময়ে এসব পণ্য ছাড়াও সকল পণ্যেই রয়েছে নগদ ছাড় ও উপহার।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের কর্তব্যপরায়ণতা
পরবর্তী নিবন্ধসাংবাদিক শিমুলের দাফন সম্পন্ন