হায়দার হোসেন,পপুলার২৪নিউজ
‘দেশটাকে পরিষ্কার করি’- এই লক্ষ্যকে সামনে রেখে ‘পরিবর্তন চাই’ এ স্লোগান নিয়ে গোপালগঞ্জ জেলা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অভিযান শুরু হয়েছে। ‘পরিবর্তন চাই’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ অভিযান শুরু করে।
শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হয়।
১২০ জন সদস্য ৫টি টিমে বিভক্ত হয়ে ব্যবসায়ী ও বিভিন্ন স্তরের লোকদের সাথে নিজের শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতামূলক প্রচারণা চালায়। এ সময় লিফলেট বিতরণ করা হয়। পরিবর্তন চাই সংগঠনের জেলা সমন্বয়ক মো. মোস্তাজহার বিল্লাহ ও আব্দুল আলিমের নেতৃত্বে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেয়।
পরিবর্তন চাই সংগঠনের জেলা সমন্বয়ক মো. মোস্তাজহার বিল্লাহ বলেন, “আমরা মানুষকে সচেতন করতে এমন উদ্যোগ নিয়েছি। একই সাথে শহরের ব্যবসায়ীদের সাথে কথা বলে ময়লা-আবর্জনা রাস্তায় না ফেলে এক জায়গায় রেখে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সচেতন করছি। মানুষকে সচেতন করতে পারলে আমরা দেশটাকে পরিষ্কার রাখতে পারবো। এতে আমরাই ভালো থাকব। “