পপুলার২৪নিউজ ডেস্ক:
দক্ষিণ কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (থাড) মোতায়েনের বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে চীন।
সিউলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের বিষয়ে ফের আশ্বস্ত করার পর শুক্রবার চীন এ প্রতিক্রিয়া জানায়। খবর পিপলস ডেইলির।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কান এ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, মার্কিন থাড ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিরুদ্ধে চীনের অবস্থান কখনোই পরিবর্তন হবে না।
তিনি বলেন, আমরা মনে করি না যে থাড মোতায়েনের সিদ্ধান্ত কোরীয় উপদ্বীপের পরমাণু ইস্যুর সমাধানে কোনো ভূমিকা রাখবে। আর এই উদ্যোগ এই উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রেও সহায়ক হবে না।
গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বে আসেন। তার প্রশাসনের প্রতিরক্ষমন্ত্রী জেমস ম্যাটিস নিজের প্রথম বিদেশ সফর উপলক্ষে শুক্রবার দক্ষিণ কোরিয়া সফর করেন। এরপর তিনি সিউল থেকে জাপানে যান।
সফরকালে সিউলে জেমস ম্যাটিস দক্ষিণ কোরীয় প্রতিরক্ষামন্ত্রী হান মিন-কুকে সঙ্গে নিয়ে বলেন, চলতি বছরের মধ্যেই মিত্র দেশগুলোতে থাড মোতায়েনের পরিকল্পনা এগিয়ে নেবে যুক্তরাষ্ট্র।
ম্যাটিসের এই বক্তব্যের পরপরই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে থাড মোতায়েনের বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করা হলো।
উল্লেখ্য, উত্তর কোরিয়া নিয়মিতই দক্ষিণ কোরিয়া এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে বলে হুমকি দিয়ে আসছে। এ বছর জাতিসংঘের বারণ এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করেই দেশটি দুটি পরমাণু এবং ২০টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
এদিকে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরির দাবি করেছে। যা দিয়ে ৯ হাজার কিলোমিটার দূরবর্তী যুক্তরাষ্ট্রে হামলার হুমকি দিয়েছে দেশটি।
সাধারণত আইসিবিএমের রেঞ্জ প্রায় সাড়ে ৫ হাজার কিলোমিটার হয়ে থাকে। তবে এরমধ্যে কিছু ক্ষেপণাস্ত্র এমনভাবে নকশা করা হয়ে থাকে যার দূরত্ব ১০ হাজার কিলোমিটার বা তারচেয়েও বেশি হয়ে থাকে।