বেনাপোল বন্দরে আমদানি বন্ধ

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
দ্বন্দ্বের জের ধরে আজ শনিবার সকাল ৯টা থেকে বেনাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি বন্ধ রয়েছ। তবে রপ্তানি চালু রয়েছে।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, ভারতের তালিকাভুক্ত ১০ জন প্রথম শ্রেণির রপ্তানিকারকের সঙ্গে সেখানকার সাধারণ রপ্তানিকারকদের পণ্যের সিরিয়াল বণ্টন নিয়ে দ্বন্দ্বের কারণে আজ শনিবার সকাল ৯টা থেকে বন্দর দিয়ে সব ধরনের আমদানি বন্ধ রয়েছে।

কারণ হিসেবে ওই ১০ রপ্তানিকারক বলছেন, ‘আমরা সিরিয়াল দিতে রাজি নই’। আর ভারতের সাধারণ রপ্তানিকারকরা বলছেন, ‘সিরিয়াল অনুযায়ীই পণ্য বন্দরে ঢুকবে’।

তবে বন্দরের আইন হচ্ছে সিরিয়াল অনুযায়ী পণ্য আমদানি-রপ্তানি করা।

পেট্রোপোল সি অ্যান্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি কার্তিক চক্রবর্তী এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবছরের শেষে বিয়ে করছেন রাজ-শুভশ্রী
পরবর্তী নিবন্ধমানবসেতুর ওপর দিয়ে হাঁটার ঘটনায় ৫২ জনের সাক্ষ্যগ্রহণ