পপুলার২৪নিউজ প্রতিবেদক:
চাঁদপুর ও জামালপুরে স্কুলের শিক্ষার্থীদের বানানো মানবসেতুর ওপর দিয়ে জনপ্রতিনিধিদের হাঁটার ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শুক্রবার বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, চাঁদপুর ও জামালপুরে শিক্ষার্থীদের শরীরের ওপর দিয়ে সেতু বানিয়ে পার হওয়ার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।