নগ্নতা নিয়ে মুখ খুললেন রাধিকা

পপুলার২৪নিউজ ডেস্ক:

নগ্নতার সঙ্গে ফিল্মের সম্পর্ক ঠিক কতটা? এ প্রশ্ন নতুন নয়। নগ্নতা কি আদৌ ফ্রেমবন্দি করা উচিত? এ নিয়ে বহু তর্ক হয়েছে।

হয়েছে বহু আলোচনা। এবার এ নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে। কয়েক মাস আগে ‘পার্চড’ ছবিতে যাঁর নগ্নতা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা ইন্ডাস্ট্রি।সম্প্রতি এক সাক্ষাত্কারে রাধিকা বললেন, ‘ফিল্মে নগ্নতা অবশ্যই মেনে নেয়া যায় তখনই যখন চিত্রনাট্য দাবি করে। আসলে উদ্দেশ্যটা সঠিক হতে হবে। যদি এমন হয় যে, শুধুমাত্র বিনোদনের জন্য নারীরা নগ্ন হয়ে নাচছেন, সেটা মেনে নেয়া যায় না। পুরোটাই নির্ভর করছে নগ্নতাকে কীভাবে ব্যবহার করা হচ্ছে তার ওপর। ’

ইন্ডাস্ট্রিতে রাধিকা ঠোঁটকাটা বলে পরিচিত। স্পষ্ট কথা বলতে ভালবাসেন। ‘পার্চড’ নিয়ে প্রবল সমালোচনা সামলাতে হয়েছে তাঁকে। তাঁর মতে, ‘পার্চড নিয়ে কী কী হয়েছে সবটা জানি আমি। আমাদের দেশে সিনেমা একটা বড় ইস্যু। মানুষের ইমোশন জড়িয়ে থাকে এতে। কিন্তু কোন পরিপ্রেক্ষিতে নগ্নতাকে ব্যবহার করা হচ্ছে সেটা খেয়াল রাখা উচিত। ’ ভারতীয় দর্শক যথেষ্ট পরিণত বলেই মনে করেন অভিনেত্রী।

পূর্ববর্তী নিবন্ধপর্নস্টার বলায় ক্ষুব্ধ হয়ে কী জবাব দিলেন নিয়া শর্মা?
পরবর্তী নিবন্ধ‘ঘনিষ্ঠ দৃশ্য’-র শ্যুটিং কীভাবে হয়? জেনে নিন