পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সাধারণ আটটি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ মে।
সাধারণ আটটি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ মে।
আর ব্যবহারিক পরীক্ষা ১৬ থেকে ২৫ মে’র মধ্যে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার এ রুটিন অনুমোদন দিয়েছে।
রুটিন অনুযায়ী সকালের পরীক্ষা ১০টা থেকে শুরু হয়ে ১টায় শেষ হবে। আর বিকালের পরীক্ষা ২টায় শুরু হয়ে শেষ হবে ৫টায়।
এবার থেকে এ পরীক্ষায় প্রথমে এমসিকিউ পরে রচনামূলক পরীক্ষা হবে অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষায় কোনো বিরতি থাকবে না। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের লিখিত পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।