পপুলার২৪নিউজ ডেস্ক:
সাঁতার কেটে সিঙ্গাপুরে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। বুধবার রাতে উডল্যান্ডস ওয়াটারফ্রন্টের কাছে সাগরে সাঁতার কেটে প্রবেশের চেষ্টাকালে সিঙ্গাপুরের পুলিশ তাদের আটক করে।
দুই বাংলাদেশির বয়স যথাক্রমে ৩৬ ও ৩৭ বছর। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
সাগরে দুটি বস্তু ভাসতে দেখে অভিবাসন ও চেকপয়েন্ট অথরিটি (আইসিএ) ও কোস্ট গার্ড পুলিশ এক যৌথ অভিযানে তাদের আটক করে। এখন এ বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে বলে পুলিশ ও আইসিএ’র যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা বা ভিসার মেয়াদের বেশি সময় থাকার অভিযোগ প্রমাণ হলে তাদের ছয় মাস পর্যন্ত জেল ও কমপক্ষে তিনবার বেত্রাঘাতের শাস্তি হতে পারে। গতকাল সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটটাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।