পপুলার২৪নিউজ ডেস্ক:
এক বছরের জন্য নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এই সময়ে কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না।
জানা গেছে, ডোপ টেস্টে উপস্থিত হওয়ার ব্যর্থতার কারণেই তাকে নিষিদ্ধ করা হয়েছে। গতকাল ৩১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
জানা গেছে, রাসেলের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টার পরও ২০১৫ সালের ১ জানুয়ারি ১ জুলাই ও ২৫ জুলাই তিনবার রাসেল নিজের অবস্থান জানাননি। যা ওয়াডার নিয়মানুযায়ী ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার শামিল। পরে গত বছর মার্চে এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আনে জ্যামাইকার ডোপ বিরোধী কমিশন। মঙ্গলবার তিন সদস্যের স্বাধীন এক প্যানেল তারই রায়ে নিষেধাজ্ঞার শাস্তি দেয়।
অবশ্য নিষেধাজ্ঞায় পড়ার পর নিজের আইনজীবিদের সাথে সম্ভাব্য আইনী লড়াই নিয়ে কথা বলছেন রাসেল। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তিনি।