অনলাইনে পাওয়া যাচ্ছে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

পপুলার২৪নিউজ ডেস্ক:
6ভারতের হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগামী ৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভারতের বিপক্ষে তাদের মাটিতে টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। অনলাইনে পাওয়া যাচ্ছে এ টেস্টের টিকিট।

অনলাইনে টিকিট বুকিং দিতে পারবেন যে কেউ। www.eventsnow.com এই ঠিকানায় পাওয়া যাবে প্রতিক্ষীত টেস্ট ম্যাচটির টিকিট। তবে, একজন সর্বোচ্চ ১০টি করে টিকিট বুকিং দিতে পারবেন। বাংলাদেশ-ভারত টিকিটের সর্বনিম্ন মূল্য ভারতীয় রুপিতে ১০০, সর্বোচ্চ ১০০০। এ ছাড়া ২০০ ও ৫০০ রুপির টিকিটও থাকছে। ভারতের শিক্ষার্থীদের জন্য স্টেডিয়ামে বসে ঐতিহাসিক ম্যাচটি উপভোগে তাদের জন্য পাঁচ হাজার আসন নির্ধারিত থাকবে।

হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। টিকিট ইস্যুতে আলোচিত খবর হলো, সব স্টেট অ্যাসোসিয়েশনকে বিসিসিআই’র নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন স্কুল শিক্ষার্থীদের বড় উপস্থিতি নিশ্চিত করতে চায় এইচসিএ।

পূর্ববর্তী নিবন্ধআশুগঞ্জে ৫০০ টাকায় সন্তান বিক্রি!
পরবর্তী নিবন্ধআফ্রিদি হয়ে যাবেন ‘ফ্রিল্যান্সার’