পপুলার২৪নিউজ ডেস্ক:
সারা বিশ্বে অস্ত্রের ঝনঝনানি যেন থামছেই না। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বেশ কিছু দেশ রপ্তানি করেই চলেছে মারাত্মক সব সমরাস্ত্র।
আর বহু দেশ এসব অস্ত্র আমদানি করে তাদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছে।সারা বিশ্বের অস্ত্র রপ্তানিকারকদের মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়া একত্রে অস্ত্র রপ্তানির ৮০ শতাংশেরও বেশি বাজার দখল করে রেখেছে। অন্যদিকে অস্ত্র আমদানির শীর্ষস্থান দখল করে রেখেছে ভারত। ভারত পৃথিবীর ১৪ শতাংশ অস্ত্র আমদানি করে থাকে। মূলত সকল রাষ্ট্রই তার প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করার জন্য অস্ত্র আমদানি করে।
অস্ত্র বাণিজ্যে দুটি স্বতন্ত্র অঞ্চল হল-
পশ্চিমাঞ্চল: যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য কানাডা,ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশ এবং অন্যান্য রাষ্ট্র।
পূর্বাঞ্চল: রাশিয়া,চীন,জাপান,ভারত,নাইজেরিয়া সহ অন্যান্য রাষ্ট্র।
এক পরিসংখ্যানে দেখা যায় সিঙ্গাপুর ৭১ শতাংশ সমরাস্ত্র যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। জার্মানি ১০ শতাংশ আর সুইডেন ৬ শতাংশ সমরাস্ত্র যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। রাশিয়া (১২%) এবং ইসরায়েলের (৭%) পাশাপাশি ভারত ৭০ শতাংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে।