‘সাংবাদিক নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

শরীয়তপুর প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

3সাম্প্রতিক ঢাকার শাহাবাগে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাচাই বাছাই করে দোষীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহা-পরিদর্শক(আইজিপি) একে এম শহীদুল হক।

রবিবার দুপুরে শরীয়তপুরের পালং তুলাশার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, রাষ্ট্রের সব বিষয় জনসম্মুখে তুলে আনতে গণমাধ্যম কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিক ও পুলিশের সাথে সবসময় সু-সম্পর্ক থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ১১টায় জেলা সদরের পালং তুলাশার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পূর্নমিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন আইজিপি। পূর্নমিলনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মাহামুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেদুর রহমান।

দিনব্যাপী পূনর্মিলনী অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, আইজিপি শহীদুল হক ১৯৭৩ সালে এই বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধের জন্য তৈরি হচ্ছে বিশ্ব: গর্বাচেভের হুশিয়ারি
পরবর্তী নিবন্ধরবীন্দ্র জাদেজার গাড়িতে ধাক্কা, কিশোরী আহত