বিবাহ বার্ষিকী সবার জীবনেই একটি বিশেষ দিন। আর এই বিশেষ দিনে যদি কর্মক্ষেত্রে বিশেষ কিছু অর্জন হয় তবে তো সোনায় সোহাগা।
তেমনি একটি দিন আসল প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহিরের জীবনে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিধ্বংসী বোলিং করে পেলেন ম্যাচসেরার পুরস্কার।ওয়েন পারনেল ও ইমরান তাহিরের বোলিংয়ে ভর করে সেন্ট জর্জেস পার্কে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রন পাওয়া শ্রীলঙ্কার ইনিংস মাত্র ১৮১ রানেই গুটিয়ে যায়। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন কুশাল মেন্ডিস। পারনেল ও তাহির ৩ টি করে উইকেট দখল করেছেন।
ম্যাচ সেরা তাহির বলেছেন, “আজকের দিনটি আমার জন্য কিছুটা বিশেষ ছিল। কারন আজ আমার বিবাহ বার্ষিকী এবং দিনটি সম্পূর্ণ ভাবেই আমার স্ত্রীর জন্য নিবেদিত। সে আমাকে বলেছে পাঁচ উইকেট নিতে ও ম্যাচ সেরার পুরস্কার জিততে। পাঁচ উইকেট নিতে না পারলেও নিজের পারফরমেন্সে আমি দারুন খুশি। ”
হাশিম আমলার ৫৭ ও ফাফ ডু প্লেসিসের অপরাজিত ৫৫ রানে ভর করে ১৫.৪ ওভার বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকা জয়ের বন্দরে পৌঁছে যায়।