জন্মের পর শিশুর দৃষ্টিশক্তি খুবই ঝাপসা থাকে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা ক্রমে উন্নতিলাভ করে।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ব্রাইট সাইড।
শিশুর জন্মের পর সে পৃথিবীকে কেমন দেখে, এ বিষয়ে গবেষণা করছেন বিশেষজ্ঞরা। তারা জানান, একটি অ্যানিমেশনের মাধ্যমে শিশুর সে দৃষ্টিশক্তিতে ফুটিয়ে তুলেছেন তারা।
এ বিষয়ে এক অনুসন্ধানে শিশুর দৃষ্টিশক্তি প্রথমে কেমন থাকে তা নির্ণয়ে ক্লিনিক কমপেয়ারের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন রমেশ আনগুনওয়েলা।
চিকিৎসকরা জানান, জন্মের পর প্রথম কয়েক সপ্তাহ শিশুর দৃষ্টিশক্তি একেবারেই ঝাপসা থাকে। জন্মের পর প্রথম দিন শিশু শুধু ঝাপসা সাদা-কালো দৃশ্যই দেখতে পারে। তবে প্রতি মাসে তার দৃষ্টিশক্তি উন্নত হতে থাকে। তিন মাস পর শিশুর পক্ষে তার বাবা-মায়ের মুখ স্পষ্ট করে চেনা সম্ভব হয়। এভাবে দুই বছর বয়স পর্যন্ত সময় লাগে শিশুর দৃষ্টিশক্তি সম্পূর্ণ স্বাভাবিক হতে।