শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।তিনি বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকার আগামী প্রজন্মকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে চায়। সে জন্য শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আগে শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরাদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে প্রমুখ। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার ওই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাল্টিমিডিয়ার মাধ্যমে রাজধানী ঢাকায় দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ প্রদর্শন করা হয়।
শিক্ষা সপ্তাহর অন্য কর্মসূচির মধ্যে রয়েছে পাপেট শো, আলোচনা সভা ও উপকরণ মেলা। আগামী ২ ফেব্রুয়ারি এ সপ্তাহ শেষ হবে।