টেক্সাসে আগুনে পুড়িয়ে দেয়া হল মসজিদ

পপুলার২৪নিউজ ডেস্ক:

Victoria firefighters respond to a fire at the Islamic Center of Victoria on Saturday, Jan. 28 in Victoria, Texas. The early-morning fire Saturday destroyed the mosque that was a target of hatred several years ago and experienced a burglary just a week ago. (Barclay Fernandez/The Victoria Advocate via AP)

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি মসজিদে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

শনিবার ভোরে ‘দ্য ইসলামিক সেন্টার অব ভিক্টোরিয়া’ নামের মসজিদটিতে আগুন দেয়া হয়। খবর এপির।

শুক্রবার সিরিয়াসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার এই আদেশ জারির কয়েক ঘণ্টার মধ্যেই টেক্সাসের মসজিদটিতে আগুন দেয়ার ঘটনা ঘটল।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে তারা আগুন লাগার কারণ জানাতে পারেনি।

মসজিদটির প্রেসিডেন্ট শাহিদ হাশমি বলেছেন, ‘দাঁড়িয়ে মসজিদটি ধ্বংস হতে দেখা খুব কষ্টের। আগুনের লেলিহান শিখা এতটাই ছিল যে, মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।’

তিনি আরও জানান, কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, আগুন লাগার কারণ স্পষ্ট নয়। তবে খুব দ্রুত তারা কারণ উদঘাটন করতে সক্ষম হবেন।

২০০০ সালে এই মসিজদটি নির্মাণ করা হয়। বেশ কয়েক বছর আগে একবার এটি ধর্মীয় অসহিষ্ণুতার শিকার হয়েছিল। আর কয়েক দিন আগে এখানে চুরির ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধপাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
পরবর্তী নিবন্ধরাজধানীতে বিএনপির বিক্ষোভ আজ