ঢামেকে অজ্ঞাত নারীর মরদেহে দুটি গুলি

15পপুলার২৪নিউজ প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ থেকে দুটি গুলি উদ্ধার করেছেন চিকিৎ​সকেরা।  শনিবার মরদেহটির ময়নাতদন্তের সময় এ দুটি গুলি পাওয়া যায়।
অজ্ঞাত এই নারীর বয়স আনুমানিক ৩০-৩৫ বছর বলে জানিয়েছেন চিকিৎ​সকেরা। মর্গের রেজিস্ট্রার খাতা অনুযায়ী রাত একটা ৪০ মিনিটে গুলশান থানা-পুলিশ এই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যায়। সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে মর্গের রেজিস্ট্রার খাতায় লিখে যায় তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চেয়ারম্যান সোহেল মাহমুদ বলেন, ওই নারীর শরীরের ডান পাশ দিয়ে গুলি ঢুকেছে। একটি গুলি তার ফুসফুস এবং অন্যটি তার বাম স্তন থেকে পাওয়া গেছে। গুলিতেই তার মৃত্যু হয়েছে। গুলিটি কি ধরনের সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এটি দেখবেন।

মরদেহটি গুলশান ২ এর ৪৩ নম্বর রোডের ৩৮ নম্বর বাড়ির বাড়ির সামনে রাস্তার ওপর পড়ে ছিল। সেখান থেকে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আলম মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ফারুক আলম বলেন, রাতে তিনি টহল ডিউটিতে ছিলেন। এ সময় থানা থেকে জানানো হয় মরদেহটির কথা। গিয়ে দেখেন দেহটি চিত হয়ে পড়ে আছে। পরনে হলুদ রঙের সালোয়ার কামিজ ছিল। ডান কাঁধের নিচে রক্ত ছিল, মনে হচ্ছিল থেঁতলে গেছে। কোন গর্ত ছিল না। যে জায়গাটিতে দেহটি পড়েছিল সেখানে কোন রক্ত জমাট বাঁধা ছিল না।

ফারুক আলম বলেন, প্রাথমিকভাবে কোন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে। তাকে গুলি করা হলেও অন্য কোথায় গুলি করে এখানে এনে লাশ ফেলে রাখা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ মিলবে ২৮ দিনে: সচিব
পরবর্তী নিবন্ধব্র্যাঞ্জেলিনাকে নিয়ে প্রামাণ্যচিত্র