নিউ ইয়র্কে ট্রাম্প সমর্থকের বিরুদ্ধে মামলা

11

পপুলার২৪নিউজ ডেস্ক:নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে হিজাব পরা এক মুসলিম নারীকে লাঞ্ছিত করার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। রবিন রোডস নামের ওই ব্যক্তি হিজাব পরা ওই নারীকে লাঞ্ছিত করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বলেন, ‘আদালতে দোষী সাব্যস্ত হলে রবিন রোডসের চার বছর পর্যন্ত সাজা হতে পারে। রোডসের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমান বন্দরের ডেল্টা এয়ারলাইন্সের রাবেয়া খান নামের মুসলিম নারী কর্মীকে লাথি মারেন এবং চিৎকার করে হুমকি দেন। এ সময় আরেকজন এসে লোকটিকে বাধা দেওয়ার পর ওই নারী চলে যেতে উদ্যত হন।

এ সময় রোডস তাঁর পিছু নিয়ে অবমাননাকর মন্তব্য করতে থাকেন এবং চিৎকার করে বলতে থাকেন, ‘এখন ট্রাম্প এসে গেছেন। তিনি তোমাদের সবাইকে তাড়িয়ে দেবেন। তোমরা জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্সে জায়গা চাইতে পারো। দেখবে, কী হয়। ‘ রবিন রোডস যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওরচেস্টারের বাসিন্দা বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধন্যাটো বিষয়ে ট্রাম্প-থেরেসা ঐকমত্য
পরবর্তী নিবন্ধশত কোটি টাকার মালিকরাও আয়কর ফাঁকি দেন:প্রধান বিচারপতি