জন কমাতে পারছেন না? চর্বি বরফায়িত করুন

5

পপুলার২৪নিউজ ডেস্ক:ওজন কমানোর জন্য সার্জনের ছুরির নিচে কিংবা কষ্টকর অন্য কোনো উপায়ের আশ্রয় না নিয়েও এখন এ কাজটি করা সম্ভব। এজন্য নতুন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন গবেষকরা। এ পদ্ধতির মূলকথা হলো- ‌আপনার উদরকে বরফায়িত করুন।

এ পদ্ধতিকে গবেষকরা বলছেন- ফ্যাট ফ্রিজিং বা ক্রাইয়োলিপোলাইসিস। এ পদ্ধতিতে আপনার শরীর থেকে ২০ শতাংশ চর্বি কোষ ধংস হতে পারে। প্লাস্টিক সার্জারি চিকিৎসকগণ মনে করেন এটা খুবই দারুণ ও তেমন ক্ষতিকর নয়।
এ পদ্ধতিতে চিকিৎসা চলার সময় আপনি সব কাজ করতে পারবেন। যেমন, টিভি দেখতে পারবেন, সামনে পেছনে ঘুরতে পারবেন, কম্পিউটারে কাজ করতে পারবেন। এই পদ্ধতি চলার এক ঘণ্টা পর আবার সব কাজ স্বাভাবিকভাবে করতে পারবেন। এই যন্ত্রের সাহায্যে আপনার সমস্ত বডি মেসেজ হবে, হাত নড়াচড়া করবে, পাকস্থলীর কাজও করবে।
এভাবে চলতে থাকলে আপনার সমস্ত শরীর ঠাণ্ডা হতে হতে একদম বরফের মতো হবে। শরীরের তাপমাত্রা কমে তার প্রভাব পড়বে শরীরের অতিরিক্ত চর্বির ওপর। আর এভাবেই চিকিৎসা শেষে আপনার শরীরের ওজন কমে যাবে।

পূর্ববর্তী নিবন্ধসংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইসি পুনর্গঠন করুন-ফখরুল
পরবর্তী নিবন্ধনাটোরে পৃথক দুর্ঘটনায় নিহত ২