পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
নাটোর-আব্দুলপুর রেলসড়কে বাগাতিপাড়া উপজেলায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো ‘তিতুমীর’ ট্রেন।
তবে রেললাইনের ওপর পড়ে থাকা গাছে ট্রেন ধাক্কা দিলে তার আঘাতে নজরুল ইসলাম (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বড়পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম নঁওগা জেলার মহাদেবপুরের বিনোদপুর গ্রামের আমেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী শ্রমিক আজিজ জানান, প্রায় দেড়-দুই মাস থেকে মালঞ্চি-ইয়াছিনপুর এলাকার রেলের পাশের গাছ কাটার কাজ চলছে।
শনিবার সকালে শ্রমিকরা গাছ কাটার সময় একটা গাছ রেলের ওপর পড়ে যায়। সে সময় আব্দুলপুর-নাটোর অভিমুখে যাওয়া দ্রুতগামী তিতুমীর ট্রেনটি ওই গাছে ধাক্কা লাগে। এতে অল্পের জন্য ট্রেনটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।
তবে এসময় ট্রেনের ধাক্কায় গাছ ছিটকে গিয়ে শ্রমিক নজরুল ইসলামকে (৪০) আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দিয়ে শাহিন জানান, বন বিভাগ থেকে টেন্ডারের মাধ্যমে পাবনার মোল্লা ফার্নিচার কার্যাদেশ পেয়ে রেলের পাশের গাছ কাটার কাজ চলছিল। এরই শ্রমিক ছিলেন নিহত নজরুল ইসলাম।
নাটোর রেলস্টেশনের ডেপুটেশনে থাকা মাস্টার অশোক চক্রবর্তী জানান, রেলের পাশে গাছ কাটার কাজের খবর তারা জানতেন না। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে ট্রেনটি রক্ষা পেয়েছে বলেও এসময় জানান তিনি।