কাশ্মীরে তুষার ধসে ২০ ভারতীয় সেনার মৃত্যু

পপুলার২৪নিউজ ডেস্ক:
17বরফচাপা পড়ে জম্মু ও কাশ্মীরের গুরেজ সামরিক সেক্টরে বুধবার ও বৃহস্পতিবার দু’দিনে মোট ২০ জওয়ানের মৃত্যু হয়েছে। সেনা ক্যাম্পে তুষারধস নামাতেই এ দুর্ঘটনা। বুধবার থেকেই চলছিল উদ্ধার কাজ। বৃহস্পতিবার ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার উদ্ধার করা হয় নিখোঁজ চার জওয়ানের মরদেহ। খবর এএফপি ও এনডিটিভির।

বুধবার কাশ্মীরে প্রবল তুষারধসে এক আর্মি মেজরের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এ ছাড়া চার বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ চারজনই একই পরিবারের সদস্য। এরপর থেকেই চলছিল উদ্ধার কাজ।

বুধবার বরফের নিচ থেকে সাতজনকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। গত বছর সিয়াচেনে একই রকম দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হয়ে বরফচাপায় ১০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল। কর্তৃপক্ষ তুষারপাতের সতর্কতা জারি করেছে এবং স্থানীয়দের বাইরে বের না হতে নির্দেশ দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইতিহাস ‘বিকৃতি’র অভিযোগে লাঞ্ছিত বানসালি
পরবর্তী নিবন্ধবরিশালে স্কুলে ঢুকে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা