চট্টগ্রামে আবাসিক ভবনে বিস্ফোরণে আহত ৩

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
8চট্টগ্রামে এক আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন। শুক্রবার বাকালিয়া থানাধীন দেওয়ান বাজার এলকার একটি আবাসিক ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে পুলিশ ও ফায়ার সার্ভিস এ বিস্ফোরণের পেছনে এখনও কোনও নির্দিষ্ট কারণ খুঁজে পায়নি। তবে পুলিশের ধারণা ওই ভবনের কোনও ফ্লাটের ভেতর গ্যাস জমা হওয়ায় এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে পুলিশের এ ধরণা মানতে রাজি নন ভবনের বাসিন্দারা। তাদের দাবি ফ্লাটের ভেতর কোনও বিস্ফোরণ দ্রব্য না থাকলে এ ধরনের বিস্ফোরণ ঘটতো না।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিস্ফোরণ হওয়া ভবনটি স্থানীয়দের কাছে মাদ্রাসা ভবন নামে পরিচিত। শুক্রবার সকাল ৫টা ১৭ মিনিটে ভবনের তৃতীয় তলায় ৩০১ নম্বর কক্ষে এ বিস্ফোরণ ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখনও এ বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারিনি। ’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকাল সাড়ে ছয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের একটি তদন্ত দল ঘটনা তদন্ত করছে। ’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি-দক্ষিণ) সহকারী কমিশনার এসএম মোস্তাইন হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঘটনা তদন্তে অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন বিশেষজ্ঞ ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা যৌথভাবে তদন্ত পরিচালনা করছে। ’

পূর্ববর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন
পরবর্তী নিবন্ধটাইগারদের রেটিং পয়েন্ট কমছে