যৌন হেনস্তার অভিযোগে রাজ্যপালের পদত্যাগ

পপুলার২৪নিউজ ডেস্ক:
যৌন হেনস্তার অভিযোগের মুখে পদত্যাগ করেছেন ভারতের মেঘালয়ের রাজ্যপাল ভি সন্মুগানাথন (৬৭)।

তার ব্যক্তিগত সচিব সৌরভ পান্ডে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।খবর বিবিসির।

তামিলনাডুর বাসিন্দা সন্মুগানাথন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এসের সমর্থক।

মেঘালয়ের পাশাপাশি অরুণাচল প্রদেশেরও রাজ্যপাল মি. সন্মুগানাথন। অরুণাচলের রাজধানী ইটানগর থেকেই পদত্যাগপত্র তিনি দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন।

বুধবার শিলং রাজভবনের প্রায় একশ’ কর্মী সন্মুগানাথনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠান। এরপরেই বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন।

যৌন হেনস্তার পাশাপাশি ১১ পাতার ওই চিঠিতে কর্মচারীরা অভিযোগ করেন, সন্মুগানাথনের আচরণ ‘উদ্ধত, দাম্ভিক’ এবং তিনি ‘অসত্য’ বলেন।

এতে আরও বলা হয় সন্মুগানাথন রাজপাল পদ ও রাজভবনের মর্যাদা ক্ষুন্ন করছে। তিনি সরকারি আবাসস্থলটিতে ‘কমবয়সী নারীদের ক্লাব’ গড়ে তুলেছেন।

ভারতের প্রতিটি রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে কাজ করে থাকেন রাজ্যপাল। এই পদের নিয়োগ দিল্লি থেকেই করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমার সেনাদের স্ত্রীর পরকীয়া নিয়ে নাটক
পরবর্তী নিবন্ধছাত্রীকে বালতিতে প্রস্রাব করতে বাধ্য করায় জরিমানা