পদক জয়ী সাঁতারু তনুর অস্বাভাবিক মৃত্যু

পপুলার২৪নিউজ ডেস্ক:
জাতীয় স্তরে পদক জয়ী সাঁতারু তনুকা ধাড়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই সাঁতারুর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব নয়।

প্রতিভাবান এই ডাইভার জিমন্যাস্টিক্সের হাত ধরে খেলার জগতে পা রাখেন। সাফল্যের সঙ্গে এগিয়েও যাচ্ছিলেন। কিন্তু বাধ সাধে একটি দুর্ঘটনা।

পায়ের হাড় ভেঙে যাওয়ায় জিমন্যাস্টিক্স ছাড়তে বাধ্য হন তনুকা। তবে খেলা ছাড়েননি তিনি। কোচের উপদেশেই সাঁতার বেছে নেন ২২ বাইশের এই তরুণী।

সাঁতারেও সমানভাবে সফল হয়েছিলেন তনু। জাতীয় স্তরে তিনটি পদকও জিতেছিলেন।

হুগলির রঘুনাথপুরে তনুকাদের বাড়ি। কিন্তু পশ্চিম রেলে চাকরির সূত্রে মুম্বাইতে একাই থাকতেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববাজারে তেলের দাম বাড়বে ২৯ শতাংশ
পরবর্তী নিবন্ধএক ডিমে ৫ কুসুম, হতভম্ব গৃহিনী!