বীমা খাতে গ্রাহকদের আস্থা ফেরানোর নির্দেশ আইডিআরএ’র চেয়ারম্যানের

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
19বীমা খাতে গ্রাহকদের আস্থা ফেরানোর নির্দেশ দিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ।
বৃহস্পতিবার আইডিআরএ’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপসিস্থত ছিলেন কর্তৃপক্ষের সদস্য জুবের আহমেদ খাঁন, সুলতান-উল-আবেদীন মোল্লা এবং মোঃ মুরশিদ আলম। উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের সদস্য মোঃ কুদ্দুস খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ বীমা কর্পোরশেন ও জীবন বীমা কর্পোরেশন এর সাবেক চেয়ারম্যান ড. মোঃ সোহরাব উদ্দিন, সাধারণ বীমা কর্পোরেশন এর বর্তমান চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম (সাবেক চেয়ারম্যান, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং জীবন বীমা কর্পোরেশন এর বর্তমান চেয়ারম্যান ড. সেলিনা আফরোজ।
এম. শেফাক আহমেদ কোম্পানির উন্নততর প্রোডাক্ট নিয়ে আসা, বীমা দাবি নিষ্পত্তি করা, সুসাশন প্রতিষ্ঠা করার, ব্যাংকএস্যুরেন্স করা, পলিসি হোল্ডারদের স্বার্থ অক্ষুন্ন রাখার বিষয়ে সকলকে পরামর্শ দেন। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ফেরাতে হবে এবং গ্রাহককে বীমামুখী করতে হবে। দেশে মাত্র শতকরা ৩ থেকে ৪ ভাগ মানুষ বীমার আওতাভূক্ত। গ্রাহকরা বীমামুখী হলে আমাদের পাশ্ববর্তী দেশগুলোর ন্যায় আমাদের বীমা পেনিটেশন অনেক বাড়বে।

তিনি আরও বলেন যে, ব্যবস্থাপনা ব্যয় বিষয়ে ২০১২ সাল হতে কর্তৃপক্ষের উদ্যোগের কারণে লাইফ বীমা কোম্পানিসমূহের অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় উল্লেখযোগ্যহারে কমে গেছে এবং অনেকের ক্ষেত্রে শূন্যের কোঠায় নেমে গেছে। ফলে বীমা গ্রহীতা এবং কোম্পানি ও কোম্পানির এমপ্লয়িরা উপকৃত হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে নন-লাইফ বীমা কোম্পানিসমূহের ব্যবস্থাপনা ব্যয় বিষয়ে অডিট করার জন্য কর্তৃপক্ষে কাজ করে যাচ্ছে। এতে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি নন-লাইফ বীমা কোম্পানিসমূহের মুখ্য নির্বাহী কর্মকর্তাদেও প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এর ফলে কোম্পানির প্রকৃত চিত্র উঠে আসবে এবং কোম্পানি সংশোধনের সুযোগ পাবে। এছাড়া সকল বীমা কোম্পানি এবং কর্তৃপক্ষকে আইটির আওতায় আনার জন্য কাজ চলছে। ধীরে ধীরে সকল বীমা কোম্পানিকে এর আওতায় আনা হবে।

অর্থনৈতিক উন্নয়নে বীমা শিল্পের ভূমিকা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর বর্তমান সরকারের উদ্যোগে ২০১১ সালের ২৬ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয়। যুগপোযুগী বীমা আইন, ২০১০ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর মাধ্যমে সরকার কর্তৃক নিয়োগকৃত একজন চেয়ারম্যান ও দুইজন সদস্য নিয়োগের মাধ্যমে কর্তৃপক্ষ এই দিনে যাত্রা শুরু করে।

পূর্ববর্তী নিবন্ধকাশ্মিরে তুষার ধস : ১০ ভারতীয় সেনা সদস্যের মৃত্যু
পরবর্তী নিবন্ধখুন হয়েছিলেন মাইকেল জ্যাকসন, দাবি মেয়ের