জামালপুর প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
জামালপুর পৌর এলাকার বেলটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম নূরুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
গতকাল বুধবার রাতে বেলটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার সন্ধ্যা থেকে শিক্ষক নূরুল ইসলাম ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে মাঠ সাজানোর কাজ করছিলেন। কাজ শেষে রাত ৯টার দিকে বেলটিয়া বাজার এলাকার রানা টেইলার্সের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। এ সময় স্থানীয় তারা মিয়া (৩০) নামের এক বখাটে নূরুল ইসলামের ওপর অতর্কিতে হামলা চালায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। এ ঘটনার প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ করতে থাকে। রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখে তারা। এতে সড়কে চলাচলকারী যানবাহন আটকা পড়ে যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েন। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বখাটেকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা।
আহত শিক্ষক নুরুল ইসলাম বলেন, “আজ বৃহস্পতিবার বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠান থাকায় মাঠ সাজাতে রাত হয়ে যায়। আমি বেলটিয়া বাজার এলাকার রানা টেইলার্সের সামনে দাঁড়াই। কোনো কিছু বুঝে ওঠার আগেই সে আমার ওপর হামলা চালিয়ে মারধর করে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। ” অভিযুক্ত তারা মিয়া বলেন, “ওই শিক্ষকের ছেলে আমার সঙ্গে বেয়াদবি করেছিল। ওই রাগে ওই শিক্ষকের সঙ্গে আমার ঝগড়া হয়েছে। তাঁকে আমি মারধর করিনি। ” জামালপুর সদর থানার ওসি নাছিমুল ইসলাম বলেন, “ওই ঘটনায় শিক্ষক এখনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে অবশ্যই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। ”